২০২০-২০২১ অর্থবছরের ১লা নভেম্বর, ২০২০খ্রি: তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, খুলনা এর যাত্রা শুরু হয়। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর উদ্দেশ্য পূরণকল্পে খুলনা জেলায় নিরাপদ খাদ্য অফিসার ০১-১১-২০২০খ্রি: তারিখে যোগদান করেন। ইতোমধ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,জেলা কার্যালয়, খুলনা এর চুক্তিভিত্তিক ভাড়ায় সিটি কর্পোরেশনের ছোট মির্জাপুর এলাকায় কার্যালয় স্থাপনের মাধ্যমে কার্যক্রম চলমান আছে। মুজিবর্ষে কোভিড-১৯ এর স্বাস্থ্যবিধি অনুসরণ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে খাদ্যের নিরাপদতা শীর্ষক ৮টি সেমিনার ও ১টি ক্যারাভান রোড শো আয়োজন করা হয়েছে। নিরাপদ খাদ্য দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবলিক মিটিং, ভিডিও প্রদর্শন, মাইকিং, ৭২০০টি পোস্টার বিতরণ/সাঁটানো, ৮৩৪০টি লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, খুলনা হতে ২০২০-২০২১ অর্থবছরে ৫০ জন খাদ্যকর্মীকে প্রশিক্ষণ প্রদান, খাদ্য পণ্যের গুণগতমান ও নিরাপদতা নিশ্চিতকরণের লক্ষ্যে ১০টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়েছে।
২০২১- ২২ অর্থবছরে ১ টি জেলা সেমিনার, ২ টি স্কুল সেমিনার ও ১ টি বিশ্ববিদ্যালয় সেমিনার আয়োজন করা হয়েছে এবং বিতরণকৃত পোস্টরের সংখ্যা ৯০০০, বিতরণকৃত লিফলেটের সংখ্যা ১৩৬৬০। জেলাব্যাপী নিরাপদ খাদ্য আইন -২০১৩ অবহিতকরণ ও জনসচেতনতা সৃষ্টির জন্য পিছিয়ে পড়া শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ২টি কর্মসূচী, ৯ দিন ব্যাপি মাইকিং কর্মসূচি, ১২০ জন খাদ্য কর্মীকে প্রশিক্ষণ প্রদান, গৃহিনীদের নিয়ে ২টি উঠান বৈঠক, খাদ্য স্থাপনায় নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে ১১৫ টি খাদ্য স্থাপনায় মনিটরিং ও পরিদর্শন, খাদ্যে ভেজাল রোধকল্পে ৯ টি নমুনা পরীক্ষণ এবং নিরাপদ খাদ্য আইন -২০১৩ লঙ্ঘিত হওয়ায় ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৪,০০,০০০/- জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও নিরাপদ খাদ্য বিষয়ে জনগণের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য হটলাইন সেবা ৩৩৩ এ প্রাপ্ত ৩ টি অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS